সিবিএন ডেস্ক ;

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ জন ক্যাডেট এসআই এর মধ্যে ২৫২ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন একাডেমির প্রিন্সিপাল মাসুদূর রহমান ভুইয়া।

তিনি জানান, ২০২৩ সালের ১১ নভেম্বর শুরু হওয়া প্রশিক্ষণ চলাকালীন শৃঙ্খলার অভাবের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রশিক্ষণ ৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল, যেখানে মোট ৮২৩ জন ক্যাডেট এসআই প্রশিক্ষণ নিচ্ছিলেন।

উল্লেখ্য, রোববার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র উপদেষ্টা সারদায় গেলেও সেখানে কোনো আনুষ্ঠানিকতা হয়নি।