সিবিএন ডেস্ক ;
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছে।
বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি ও জলকামান।
‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি’র ব্যানারে কিছু বিক্ষুব্ধ জনতা রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে, আর ‘রক্তিম জুলাই-২০২৪’ ব্যানারে অন্য দলটি একই দাবিতে অবস্থান নিয়েছে।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকেও কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতা জড়ো হয়েছে। শিক্ষার্থীরা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বৈরাচারের ‘দোসর’ বলে উল্লেখ করে তার পদত্যাগ দাবি করছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।