সিবিএন ডেস্ক ;
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩৬ হাজার কোটি টাকার লোপাটের অভিযোগের তথ্য চেয়ে দেশের ৬৩টি ব্যাংকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে রাজউক, গৃহায়ন কর্তৃপক্ষ, ঢাকা-গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থায়ও তথ্য চাওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শেয়ার কারসাজি ও অবৈধ প্রভাব খাটিয়ে এই অর্থ বিদেশে পাচার করা হয়েছে।
চিঠিতে সালমান এফ রহমান, তার ছেলে সৈয়দা রুবাবা রহমান এবং আহমেদ শায়ান ফজলুর রহমানের ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, ঋণ সংক্রান্ত নথি ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।