শেফাইল উদ্দিন :

ফ্যাসিস্ট সরকারের পতনের পর কক্সবাজারের ঈদগাঁও রশিদ আহমদ কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২২ অক্টোবর) সকাল ১০ টায় অধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি সাবেক সংসদ সদস্য ইন্জিনিয়ার মোঃ সহিদুজ্জামান , উপস্থিত ছিলেন কমিটির নব নির্বাচিত বিদ্যুৎসাহী সদস্য সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এড,সলিম উল্লাহ বাহাদুর, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জিয়াউল করিম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, এস্তেফাজুর রহমান, জেলা বিএনপির সদস্য ও সাবেক ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলম শওকত, সাবেক জেলা বিএনপি সদস্য জানে আলম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উল্লাহ সেলিম, আজিজ সিকদার, বিএনপি নেতা উমর ফারুক লিটন, যুবদল নেতা কায়েসুল ইসলাম কায়েস, জালাল আহমেদ, আরফাত রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

নব নির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ শিক্ষক, শিক্ষার্থীসহ দলীয় নেতৃবৃন্দরা। সভাপতির বক্তব্যে সাবেক এমপি ইন্জি মোঃ শহিদুজ্জামান বলেন, কলেজ জাতীয়করণ, অবকাঠামো উন্নয়ন,শিক্ষার মান উন্নয়ন এবং বিগত সরকারের সংগঠিত যাবতীয় ঘটনাবলী বিবেচনা করে সব বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে কলেজের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।