সিবিএন ডেস্ক ;
ভারতের পশ্চিমবঙ্গে একদিনে পৃথক অভিযান চালিয়ে ৫৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিএসএফ।
সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার নশিপুর পঞ্চায়েতের পরসাহেবনগর মাঠে ৪১ জন বাংলাদেশিকে আটক করা হয়। তারা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে আসেন এবং দক্ষিণের রাজ্য থেকে কলকাতার শিয়ালদা স্টেশনে ফিরছিলেন।
একই দিনে উত্তর চব্বিশ পরগনা জেলার ভোমরা ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে ১৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। বিএসএফের অভিযোগ, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন শিশু, ৪ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে, সবাই সাতক্ষীরা জেলার বাসিন্দা।
গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।