সিবিএন ডেস্ক ;
সরকার সেন্টমার্টিনে পর্যটকদের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বরে পর্যটকরা সেখানে যেতে পারবেন, তবে রাতে অবস্থান করতে পারবেন না।
ডিসেম্বর ও জানুয়ারিতে দিনে ২,০০০ এর বেশি পর্যটক প্রবেশ করতে পারবেন না এবং ফেব্রুয়ারি মাসে পর্যটক যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, যখন পরিচ্ছন্নতার কাজ করা হবে।
এই সিদ্ধান্তগুলি পরিবেশবান্ধব সেন্টমার্টিন গড়ার লক্ষ্যে নেওয়া হয়েছে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
পর্যটকদের সংখ্যা নির্ধারণের বিষয়ে অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রবেশের সময় নাম্বারিং করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।