সিবিএন ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও একজন সাউন্ড গ্রেনেডের আঘাতে আহত হন।
মঙ্গলবার রাতে, বিক্ষোভকারীদের একটি দল বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ ফয়সাল আহমেদ বিশাল (২৪) ও শফিকুল ইসলাম (৪৫) আহত হন, এবং সাউন্ড গ্রেনেডে আহত হন আরিফ (২০)। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকেল থেকেই বঙ্গভবনের সামনে অবস্থান নেয় কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা, যারা রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। সংঘর্ষ চলাকালীন পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে, যার ফলে আরও কয়েকজন আন্দোলনকারী আহত হন।
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও। এদিকে, রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে যে, পদত্যাগের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য এবং পদত্যাগ সংক্রান্ত আলোচনায় বিতর্ক চলমান রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।