সিবিএন ডেস্ক:
চট্টগ্রাম সিটি করপোরেশনের এনায়েতবাজার ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে নগরের কোতোয়ালী থানার লাভলেইন এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘সলিম উল্লাহ বাচ্চুকে থানায় আনা হয়েছে। পুলিশের কাছে তথ্য আছে যে, তাঁর কাছে অবৈধ অস্ত্র রয়েছে। সেসব বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
ওসি ফজলুল কাদের চৌধুরী আরও বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ কয়েকটি মামলার আসামি সাবেক এই কাউন্সিলর। সেসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।