সিবিএন ডেস্ক ;
আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যাদুর্গত অঞ্চলে পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সোমবার (২১ অক্টোবর) ফেনীতে দুটি ঘর ও চল্লিশটি রিকশা হস্তান্তর করে এই উদ্যোগের উদ্বোধন করেন।
প্রায় ৪২ হাজার আবেদনকারীর মধ্য থেকে ১০ হাজার অসহায় পরিবারকে পুনর্বাসনের জন্য নির্বাচিত করা হয়েছে।
৭১ কোটি টাকার পুনর্বাসন কার্যক্রমে যা থাকছে:
– ১৫০০ ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করা হবে, খরচ ৪০ কোটি টাকা।
– ৮৪০০ জনকে ঘর মেরামত, ব্যবসা ও কৃষি সহযোগিতা, খরচ ৩০ কোটি টাকা।
– ১০০টি অটো রিকশা বিতরণ, মোট খরচ ১ কোটি ২৫ লাখ টাকা।
এখন পর্যন্ত দুটি স্যাম্পল ঘর এবং ৪০টি অটো রিকশা হস্তান্তর করা হয়েছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের পাশাপাশি উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলেও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ঘর মেরামত এবং সহযোগিতার অর্থ খুব শিগগিরই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।