সিবিএন ডেস্ক ;

চকরিয়া থানার পুলিশের হাতে আটক হওয়া হারবাং যুবলীগের নেতা মো. ওয়াসীমকে জামায়াত নেতা হিসেবে চিহ্নিত করে জামায়াত কর্তৃপক্ষ মুক্তি দিয়েছে। ওয়াসীম হারবাং ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বৃন্দাবন খীল গ্রামের আবুল কালামের ছেলে।

গত ২০ অক্টোবর, স্থানীয় জামায়াতের আমীর শেখ আহমদ ও সেক্রেটারি জুনাইদ সিকদার একটি প্রত্যয়নপত্রে দাবি করেন যে, ওয়াসীম জামায়াতের ওয়ার্ড সাধারণ সম্পাদক। তবে চকরিয়া অফিসার ইনচার্জ মনজুর কাদের ভূইঁয়া জানান, স্থানীয় জামায়াত নেতাদের দাবি অনুসারে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, ওয়াসীম যুবলীগের গুরুত্বপূর্ণ পদে ছিল না, তবে তার উচ্ছৃঙ্খল আচরণ এবং বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার জন্য পরিচিত। ৩ ও ৪ আগস্ট চকরিয়া ছাত্র জনতার উপর হামলায় অংশগ্রহণের পাশাপাশি, ২০১৮ সালের ভোট ডাকাতির ঘটনায়ও তার ভূমিকা ছিল।

তথ্য অনুসন্ধানে জানা যায়, ওয়াসীম জামায়াতের কর্মী কখনো ছিল না, তবে গ্রেপ্তারের পর প্রকাশিত সংবাদ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার তোলা ছবি এই দাবি স্পষ্ট করে।