সিবিএন ডেস্ক ;

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬৫০ কি.মি দূরে রয়েছে এবং এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

মঙ্গলবার (২২ অক্টোবর) মধ্যরাতে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিম্নচাপটি পূর্বমধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থান করছে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭২৫ কি.মি, মোংলা থেকে ৭৩০ কি.মি এবং পায়রা বন্দর থেকে ৬৮০ কি.মি দূরে রয়েছে।

এটির কেন্দ্রের ৪৮ কি.মির মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি, দমকা অথবা ঝোড়ো হাওয়ায় ৬০ কি.মি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে।

মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করতে বলা হয়েছে, যাতে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে পারে।