সিবিএন ডেস্ক ;

বাহাত্তরের সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা গণ-অভ্যুত্থানের পক্ষে, তারা ৭২-এর সংবিধানের পক্ষে থাকতে পারে না। আমরা নতুন সংবিধান লিখব।’

হাসনাত আব্দুল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, ‘যদি কোনো দল এই ঐক্যের আহ্বানে সাড়া না দেয়, তাহলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা সেই দলকে বয়কট করব। বাহাত্তরের পচা-গলা সংবিধান আমরা মানব না।’

তিনি আরও জানান, রাজনৈতিক সংকট নিরসনের জন্য এই সংবিধান অযোগ্য এবং এটি ফ্যাসিবাদী কাঠামো প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে। বঙ্গভবন ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দাবি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ। তবে আন্দোলনটি শান্তিপূর্ণ হবে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর আস্থা রাখতে আহ্বান জানাচ্ছি।’

হাসনাত আব্দুল্লাহ সকলকে একসঙ্গে নেতৃত্ব দিয়ে ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানান।