কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ ও আশপাশের ম্যানগ্রোভ বন ধ্বংসের কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্টদের।

এতে পরিবেশ সচিব, বেপজার নির্বাহী চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১৩ জন বিবাদী অন্তর্ভুক্ত রয়েছেন।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির আদালতে রিটের পক্ষে শুনানি করেন। তিনি জানান, ১৯৯৯ সালে সরকার সোনাদিয়া দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। हालیہ সময়ে সেখানে অবৈধ চিংড়ি ঘের তৈরির কাজ চলছে, তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

গত ২৯ আগস্ট সোনাদিয়া দ্বীপের ম্যানগ্রোভ বন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের প্রতিক্রিয়া না পেয়ে হাইকোর্টে রিট করা হয়।