আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণের অনুমোদন দেয়া হয়েছে।
গত ১৪ অক্টোবর এ বিষয়ে সুপারিশ করে সরকারকে প্রতিবেদন জমা দেয় একটি গঠিত কমিটি। কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানিয়েছেন, পুরুষদের জন্য ৩৫ বছর এবং নারীদের জন্য ৩৭ বছর বয়সসীমার সুপারিশ করা হয়েছিল।
মন্ত্রিপরিষদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং অন্যান্য সংস্থার জন্য ‘সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদিত হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হবে, তবে প্রতিরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে পুরানো নিয়মাবলী বহাল থাকবে।
এছাড়া, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৫৯ অনুযায়ী, প্রার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বাধিক তিনবার অংশগ্রহণের সুযোগ পাবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।