নাইক্ষ্যংছড়িতে প্রতিনিধি;
“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস
উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত র্যালিটি নাইক্ষ্যংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিরে যায়। পরে দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৭টি ধাপে হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।
উক্ত বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে দুপুর ১ টায় নাইক্ষ্যংছড়ির উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ ইং উদযাপন উপলক্ষ্যে র্যালি পূর্বক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও হাত ধোয়া কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বলেন, মানুষের সুস্থ থাকতে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ সঠিক নিয়মে হাত ধৌত করলে শরীরে রোগ জীবাণু প্রবেশ করতে পারে না। তাই সুস্থ স্বাভাবিক থাকতে সঠিকভাবে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। প্রধান অতিথি সভায়, খাওয়ার আগে ছাত্র – ছাত্রী ও উপস্থিত সকলকে ভালো ভাবে হাত ধোয়ার পরামর্শ প্রদান করেন।
নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : ওসমান গনি সভাপতিত্বে অনুষ্ঠিত, উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে নাইক্ষ্যংছড়ির উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)’র নাইক্ষ্যংছড়ির উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম,নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল মিয়া, নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকতার উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক সহ নাইক্ষ্যংছড়ি উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও প্রায় তিন শতাধিক ছাত্র – ছাত্রী উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।