সিবিএন ডেস্ক:
দীর্ঘ ৯ মাস পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইসলামাবাদ হাইকোর্ট তাকে জামিন দেন।
বুশরা বিবি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি পান, যেখানে তার স্বামী ইমরান খানও একই কারাগারে বন্দি রয়েছেন তোশাখানা মামলার কারণে।
রাষ্ট্রীয় উপহার ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে ইমরান খান ও বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা “তোশাখানা মামলা” নামে পরিচিত। তাদের বিরুদ্ধে ১৪ কোটি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ আনা হয়েছিল, যা ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে (২০১৮-২০২২) পেয়েছিলেন। অভিযোগ ছিল যে এই উপহারগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।