সিবিএন ডেস্ক
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি ক্রমেই গণদাবিতে পরিণত হচ্ছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের বিষয়টি আলোচিত হয়েছে। কিছু রাজনৈতিক দল মত প্রকাশ করেছে যে, রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে, যা নিয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলোচনা চলছে এবং তাদের ঐক্যমত্যের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্তে পৌঁছাবে।
রাষ্ট্রপতি ইস্যুতে সরকার কোনো চাপ বা অস্বস্তিতে রয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, বিভিন্ন বিষয়ে চাপ থাকলেও সরকার অস্বস্তিতে নেই। এটি একটি রাজনৈতিক প্রক্রিয়া, যা ঐক্যমত্যের ভিত্তিতে সমাধান হবে।
ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম বিভিন্ন আন্দোলনে দেখা গেছে, বিশেষ করে নিরাপদ সড়ক আন্দোলনসহ অন্যান্য ছাত্র আন্দোলনে। তিনি উল্লেখ করেন, গেজেটে ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়টি স্পষ্ট রয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন বাহিনীর রিপোর্ট এবং আদালতের রায়ে সন্ত্রাসী কার্যক্রমের প্রমাণও উঠে এসেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।