আব্দুস সালাম, টেকনাফ

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে একটি বিশেষ অভিযান চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসময় ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ডবলমুরিং এম আব্দুল হাকিম রোড়, মনসুরাবাদ বর্তমানে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে দিলদার মিয়া (৪৫) এবং একই জেলার পটিয়া থানার মৌলভীহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড বড়লিয়া এলাকার মো. বদিউল আলম প্রকাশ বদি ড্রাইভারের ছেলে মো. তৌহিদুল আলম (২৩)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ ৫নং ওয়ার্ডের ডেগিল্যার বিল সাকিনের শাহপরীরদ্বীপ টু টেকনাফগামী রাস্তা দিয়ে লবণ ভর্তি একটি ট্রাকে করে ইয়াবা ট্যাবলেট বহন করে নিয়ে যাচ্ছে মর্মে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক টিম অভিযান চালিয়ে শাহপরীরদ্বীপ থেকে টেকনাফ অভিমুখে লবণ ভর্তি একটি ট্রাক আসতে দেখে তা তল্লাশি করার জন্য সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার চেষ্টাকালে পুলিশের অভিযানিক টিমটি ব্যারিকেড দিয়ে উক্ত গাড়িটিকে টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ ৫নং ওয়ার্ডের ডেগিল্যার বিল সাকিনের শাহপরীরদ্বীপ টু টেকনাফগামী রাস্তার পূর্ব পাশে ইসমাইল টাওয়ার-২ এর দক্ষিণ পার্শ্বে জনৈক ডাক্তার এনামুল হকের ফাঁকা জায়গার উপর ট্রাকটি থামানো হয়। উক্ত ট্রাকের ড্রাইভার এবং হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ট্রাক ড্রাইভার ও হেলপারকে পালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তারা কোনো সদুত্তর না দিয়ে এলোমেলো কথাবার্তা বলতে থাকে।

পুলিশের অভিযানিক টিম ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে, ট্রাকে রাখা লবণের বস্তার নিচে সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে ইয়াবা ট্যাবলেট রয়েছে। আটককৃত ব্যক্তিদের দেওয়া তথ্য মতে ট্রাকে রাখা লবণের বস্তার নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় সাদা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে তাদের নিজ হাতে বাহির করে দেওয়া মতে সর্বমোট ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরে ট্রাক ড্রাইভার ও হেলপারকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো উক্ত লবণের মালিক সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডেগিল্যার বিল এলাকার কালু মিয়া প্রকাশ দুবাই কালুর ছেলে হোছন আহমদ (৩৫) এর নির্দেশে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। তারা আরো জানায় হোছন আহমদ দীর্ঘদিন যাবত লবণ ভর্তি ট্রাকে করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তাদের ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে।

তিনি আরো জানান, আটক কৃত ব্যক্তি ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।