অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা করেছেন, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা প্রজাতন্ত্রের কোনও কর্মে যুক্ত হতে পারবেন না।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত পোস্টে তিনি বলেন, চলমান নিয়োগ প্রক্রিয়া থেকেও তাদের বাদ দেওয়া হবে।

আসিফ জানান, পরবর্তী সার্কুলারে শূন্যপদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, যার ফলে অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগের সুযোগ তৈরি হবে। তিনি ঘুষ দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধে সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং নিয়োগের ক্ষেত্রে ঘুষ নেবেন না এমন সতর্কতা দেন।

এদিকে, বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি গেজেটের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে। গেজেটে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে, যা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।