প্রেস বিজ্ঞপ্তি;

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তার প্রেতাত্মারা এখনো নানামুখী চক্রান্ত করে যাচ্ছে। সে চক্রান্ত রুখে দিতে দেশপ্রেমিক ইসলামী শক্তিকে সুসংহত করতে হবে। নেজামে ইসলাম পার্টি সেই লক্ষ্যে সাংগঠনিক কর্মতৎপরতা গতিশীল করতে কাজ করছে।

তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলা শাখার সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কক্সবাজার জেলা শাখা ঘোষিত সফরসূচির আলোকে রামু উপজেলার কর্মসূচি বাস্তবায়নকল্পে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল ৩ টায় এ সভা অনুষ্ঠিত হয়। রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহীম রাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

ইসলামী যুবসমাজ নেতা মাওলানা হাফেজ শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, উপজেলা সাংগঠনিক সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন শাখার নায়েবে আমীর মাওলানা জসিম উদ্দিন, রামু উপজেলা প্রচার সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, ফতেখাঁরকুল ইউনিয়ন শাখার আমীর মাওলানা আহমদুর রহমান, ঈদগড় ইউনিয়ন প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন প্রতিনিধি মাওলানা মাওলানা মুহিবুল্লাহ, জোয়ারিয়ানালা ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নুরুল আজিম, চাকমারকুল ইউনিয়ন সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ সুলাইমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ রহিম উদ্দিন, ফতেখাঁরকুল ইউনিয়ন সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহহাব, ইসলামী যুবসমাজ নেতা মাওলানা মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।

দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতির বক্তব্যে মাওলানা হাফেজ আব্দুর রহীম রাহী জাতীয় পরিস্থিতি ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ সময়ে নেজামে ইসলাম পার্টির দূরদর্শিতা পূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সেই সাথে তিনি ঐতিহ্যবাহী এ ইসলামী রাজনৈতিক দলের সাথে যুক্ত থেকে ঐতিহাসিক অবদানের ধারাবাহিকতায় ঈমানী দীপ্ত কর্মপ্রয়াসে আত্মনিবেদনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভায় গঠনমূলকভাবে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার প্রতি তাগিদারোপ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।