নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ চট্টগ্রাম:
লোহাগাড়ায় চুরির অভিযোগে পারভেজ রহমান (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে লোহাগাড়ার বড়হাতিয়া হাটখোলা মুড়া গ্রাম থেকে থেকে তাকে আটক করা হয়। পারভেজ ওই গ্রামের চাকফিরানী দেওয়ান পাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারভেজের বিরুদ্ধে অটোরিক্সার ব্যাটারি, মসজিদের মাইকের ব্যাটারি, পানির মোটর, টিউবওয়েলের হাতল ও মসজিদের দানবক্সের টাকাসহ বিভিন্ন কিছু চুরির অভিযোগ রয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, বড়হাতিয়া হাটখোলা মোড়া গ্রামে বিভিন্ন চুরির অভিযোগে পারভোজ নামের এক যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকাল তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।