অন্তর্বর্তী সরকার হজের ব্যয় কমানোর জন্য নতুন পদক্ষেপ নিয়েছে। আগামী ২০২৫ সালে সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না; শুধুমাত্র হজ ব্যবস্থাপনায় যুক্ত ব্যক্তিরা সরকারি অর্থে হজে যেতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংবাদ সম্মেলনে বলেন, “এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না।”

তিনি আরও জানান, সৌদি সরকার জানিয়েছে, যদি বাংলাদেশ নৌপথে হাজিদের পাঠাতে চায়, তবে এতে তাদের কোনো আপত্তি নেই। হাজিদের আগ্রহের ভিত্তিতে এই প্রক্রিয়া নির্ভর করবে।