রামু প্রতিনিধি;

বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে রামুতে র‍্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রামু উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ক্যছ্যই মং চাক্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার তানভীর আহমেদ, উপজেলা সমবায় অফিসার আবুল কালাম, বিআরডিবি কর্মকর্তা মহিউদ্দিন শরীফ, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান আয়োজনে রামু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে সহযোগিতা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিই বাংলাদেশ, ডিএসকে (দুস্থ স্বাস্থ্য কেন্দ্র), এসিডি আই/ভোকা, হেকস ইপার, হাইসাওয়া, ফুড ফর দা হাঙ্গেরি, ওয়ার্ল্ড ভিশন ও ইউনিসেফ।

আগেরদিন শিক্ষার্থীদের অংশগ্রহণে রামু বালিকা উচ্চবিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।