ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে পরীক্ষার সময় গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগের দুই নেতা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শিক্ষার্থীরা তাদের আটক করে প্রক্টরিয়াল টিমের সহায়তায় পুলিশের হাতে সোপর্দ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের হল শাখার পদপ্রত্যাশী হাসান সাইদি এবং নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের ঢাবি শাখার উপ-দপ্তর সম্পাদক কাজী শিহাব উদ্দিন তৈমুর। তারা দুজনই বিজয় একাত্তর হলের শিক্ষার্থী।

জানা যায়, পরীক্ষা দিতে এসে তারা কয়েকজন শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করেন, যা পরিচালকের কাছে জানানো হয়। নিরাপত্তার স্বার্থে তাদের পরীক্ষার কক্ষ থেকে সরিয়ে আলাদা রুমে রাখা হয়। পরে প্রক্টরিয়াল টিম ও পুলিশ এসে তাদের শাহবাগ থানায় নিয়ে যায়।

ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সেজন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে।