নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে রাজধানীর পল্টন থানায় করা বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নাজমিন আক্তার এই আদেশ দেন।
এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশি থেকে তাকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।