কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিতে তুর্কি দেয়ানাত ফাউন্ডেশন এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৪ ০৬:৪৩ , আপডেট: ২৫ অক্টোবর, ২০২৪ ০৬:৫৪

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিতে তুর্কি দেয়ানাত ফাউন্ডেশন এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে কলাতলীস্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার (জিএম) ইজানি তুরান।

তিনি বলেন, দেশ বা ভাষার ভিন্নতা সত্ত্বেও আমাদের মুসলমানদের একতার মধ্যেই দুনিয়া এবং আখেরাতের সফলতা। রাসূল (সা.) আমাদেরকে একটি শরীরের সাথে তুলনা করেছেন।

ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফাউন্ডার ও চেয়ারম্যান লায়ন মুহাম্মদ মুজিবুর রহমান।

তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সির শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের জন্য তুর্কি দেয়ানাত ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে বৃত্তি প্রক্রিয়াকে আরো সুপরিসর করার আহ্বান জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও এসিস্ট্যান্ট ডিরেক্টর (ফরেন এ্যাফেয়ার্স) ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, তার্কিশ দুতাবাসের রিলিজিয়াস এ্যাফেয়ার্স উজগুর ওজইউরেক, ওয়েল ফেয়ার ডিভিশনের কো অর্ডিনেটর উজহান আদসীজ, শিক্ষা বিভাগের কো-অর্ডিনেটর আহমেদ গুলেছ ও কান্ট্রি ডিরেক্টর আফজালুর রহমান।

মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীদের মাঝে তুর্কি দিয়ানাত ফাউন্ডেশন এর পক্ষ থেকে কুরআন শরীফ বিতরণ করা হয়।