সিবিএন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের আড়াই মাস পার হলেও প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ধীরগতি এখনও কাটেনি। সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগিতার কারণে মন্ত্রণালয়ের কাজে গতি আনতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অক্টোবরের ভাতা এখনও ছাড় করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রামের এক সভায় শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট মোকাবেলায় কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে বড় পরিবর্তন এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সচিবদের ওএসডি, চুক্তি বাতিল ও অবসরে পাঠানো হয়েছে। বেশিরভাগ জেলায় ডিসি পরিবর্তনসহ অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং উপসচিব পর্যায়ে পাঁচ শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।
জনপ্রশাসন বিশেষজ্ঞরা মনে করেন, পুনঃপুন সিদ্ধান্ত পরিবর্তনের কারণে প্রশাসনে ভীতি ও অনিশ্চয়তা কাজ করছে। সাবেক অতিরিক্ত সচিব মো. ফিরোজ মিয়া বলেন, উচ্চতর পদগুলোতে স্থিরতার অভাব দেখা যাচ্ছে, যা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছে। তার মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব প্রশাসনে অস্থিরতা সৃষ্টি করছে।
শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মনে করেন, আগের চেয়ে প্রশাসনে শৃঙ্খলা ফিরেছে। তবে তিনি স্পষ্টভাবে জানান, দক্ষতা ও সততা না দেখাতে পারলে দায়িত্বপ্রাপ্তরা পদে থাকতে পারবেন না।
তিনি বলেন, “প্রশাসন সংস্কার কমিশন পেশাদার ও নিরপেক্ষ প্রশাসন গঠনে কাজ করছে, যা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।