ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সংবিধানে সব ধর্মের অধিকার সমান এবং এই অধিকারে বিঘ্ন ঘটাতে দেওয়া হবে না।
শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘ধর্মীয় সম্প্রীতি: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে এম আইপিএস ও দ্য হাংগার প্রজেক্ট।
ড. খালিদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে উত্তর আমেরিকায় বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের অভিযোগ উঠেছে। এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, ধর্মীয় সম্প্রীতির কোনো প্রকার ক্ষতি বরদাশত করা হবে না।
তিনি সকল ধর্মের মানুষের রাজনৈতিক ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী কোনো ষড়যন্ত্রকে সহ্য করা হবে না বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।