ইমাম খাইর, সিবিএন:
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্যকে সারা বিশ্বে পরিচিতি ও তুলে ধরা এবং রোহিঙ্গা ও স্থানীয় শিশুদের জীবন মান উন্নয়নে ফান্ড সংগ্রহ করার লক্ষে “ওয়াক ফর হোপ” এর আয়োজন করেছে।
কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক বেসরকারী সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন -বাংলাদেশ এর সহযোগিতায় বাংলাদেশী বংশদ্ভুত ৪ বৃটিশ নাগরিক।
তারা হলেন, টিম লিডার (আমির) ফয়সল উদ্দিন, স্পোর্ট ডেভেলপমেন্ট অফিসার আবদাল উদ্দিন আহমেদ, হেড অফ প্রোগ্রাম এনামুল হক ও ব্যবসায়ী হোসাইন আহমেদ।
আগামী ২৮ অক্টোবর থেকে কক্সবাজার টেকনাফের জিরো পয়েন্ট থেকে সৈকতের উপর দিয়ে হেঁটে ৩১ অক্টোবর কলাতলী লাবনী পয়েন্টে “ওয়াক ফর হোপ” কর্মসূচি  শেষ করবে।
এ লক্ষে ২৬ অক্টোবর বিকালে কক্সবাজার এক অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তারা বলেন, বাংলাদেশের কক্সবাজারের এই দীর্ঘতম সৈকতের মতো সুন্দর সৈকত বিশ্বে আর কোথাও নেই। এই সৌন্দর্যকে বিশ্বের কাছে পরিচিতি করা অত্যন্ত জরুরী। তাছাড়া রোহিঙ্গা শিশু ও স্থানীয় শিশুদের মান বাড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। ব্যয়বহুল এ কাজগুলো করতে যে অর্থের প্রয়োজন তা সংগ্রহ করার লক্ষে আমাদের এই “ওয়াক ফর হোপ” কর্মসূচি কার্যক্রমের আয়োজন। আগামী ২৮ অক্টোবর সকালে কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে হেঁটে পাটোয়ারটেক ছুটি রিসোর্ট এসে প্রথম দিন শেষ করে রাতে বিশ্রাম ২৯ অক্টোবর সকালে সেখান থেকে এসে সৈকতের সোনারপাড়া পয়েন্টে দ্বীতিয় দিন শেষ করে রাতে বিশ্রামের পর ৩০ অক্টোবর সোনারপাড়া ভিতরের রাস্তা দিয়ে হেঁটে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আবার সোনারপাড়া এসে রাতে বিশ্রাম করে ৩১ অক্টোবর বৃহঃপ্রতি বার বিকাল ৪ টায় কলাতলি লাবনী পয়েন্টে এসে “ওয়াক ফর হোপ” কর্মসূচি শেষ হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশন -বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান, ফাইন্যান্স ম্যানেজার সালমা আক্তার,  বাংলাদেশী বংশদ্ভোত ৪ বৃটিশ নাগরিক মিঃ হোসাইন আহমেদ, মিঃ আবদাল উদ্দিন আহমেদ, মিঃ ফয়সল উদ্দিন ও মিঃ এনামুল হক এবং এইচআরএফ এর সহযোগী এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ।