নিজস্ব প্রতিবেদক :

চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ আবারও প্রোপাগান্ডা নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন হালিশহর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ কবির।

দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার’ বিরুদ্ধে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে হালিশহরে বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি সারাদেশে আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীদের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে হালিশহর থানা বিএনপির উদ্যোগে, চট্টগ্রাম-১০ আসনের সাবেক এম পি ও মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের নির্দেশে হালিশহর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহীন আহম্মেদ কবিরের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি এইছ ক্লাব মোড় থেকে শুরু হয়। এসময় নেতাকর্মীরা ‘ছাত্র-জনতার রক্ত, বৃথা যেতে দেবো না, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’-সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি হালিশহরের বিভিন্ন রোড ঘুরে ওয়াপদা মোড়ে শেষ হয়। এতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ, জিয়া মঞ্চের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

পরে হালিশহর ওয়াপদা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ কবির বলেন, “আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।এলাকায় যেন কোন সন্ত্রাস, চাঁদবাজ ও মাদক কারবারির ঠিকানা না হয় সেইজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানাই।”

বিভিন্ন ইস্যু কে কেন্দ্র করে কোনো অপশক্তি যেন সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করতে না পারে, সেজন্য বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো:ফিরোজ, মো: দিদার, যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক নেতা মিজানুর রহমান দুলাল, আতাউর রহমান লিটন, মো: সাইফুল, মো: পায়েল, মো: মাসুম, মো: জুয়েল, মো: করিম, মো: ইয়াসিন বাবু, মো: জনি, মো: সোহেল, হালিশহর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রায়হান, ছাত্রদল নেতা মো: নুর উদ্দিন, সম্রাট মাহমুদ, মিনহাজ উল্ল্যাহ,জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মো: রাশেদ, জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর সহ সাধারণ সম্পাদক মো: হিরা, জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মো: মিজান, জিয়া মঞ্চ হালিশহর থানা সদস্য সচিব মো: ইসমাইল হোসেন প্রমুখ।