দেড় দশকের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব পেলেন তাবিথ আউয়াল। শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ভোটের মাধ্যমে তিনি দিনাজপুরের আ ফ ম মিজানুর রহমান চৌধুরিকে ১২৩-৫ ভোটে পরাজিত করে এই পদে নির্বাচিত হন।
ভোটগ্রহণ শুরু হয় দুপুর ২টায় এবং শেষ হয় সন্ধ্যা ৬টায়, যেখানে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ দ্রুত ফলাফল ঘোষণা করেন।
গত মাসে কাজী সালাউদ্দিন নির্বাচনে না থাকার ঘোষণা দেওয়ার পর তাবিথের জয় নিশ্চিত হয়ে যায়। তিনি ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন এবং ২০২০ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ী হননি।
নির্বাচনে মোট ১৩৩ জন ভোটার ছিলেন, কিন্তু ভোটের দিন ১২৮ জন উপস্থিত হন। এ ছাড়া, ১৯টি পদে ভোট হয়েছে, যেখানে বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।