সিবিএন:
কক্সবাজার জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদুল হক (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। শনিবার কক্সবাজার আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
খোরশেদুল হক কক্সবাজার সদরের ঝিলংজা ৬নং ওয়ার্ড পশ্চিম মুক্তারকুলের এস এম নুরুল হকের ছেলে।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট শহরের ঘুনগাছ তলায় সংঘটিত হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় (এফআইআর নং-১১/৫১২) খোরশেদকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ছাত্রজনতার আন্দোলনের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছে, সশস্ত্র হামলায় অংশগ্রহণ করেছে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওসি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।