সিবিএন ডেস্ক ;
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম জানিয়েছেন, ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন এবং তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই। শনিবার রংপুরে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তৃতা দিয়ে তিনি বলেন, মিছিল করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আইজিপি অভিযোগ করেন, ছাত্রলীগের অতীত কর্মকাণ্ডের কারণে তাদের নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, তারা যেন রাজনৈতিক দলে ব্যবহৃত না হন।
এছাড়া, আইজিপি জানান, পুলিশের অভ্যন্তরে পরিবর্তন আসছে এবং জনগণের আস্থা অর্জনে কাজ করা হচ্ছে। সুধী সমাবেশ শেষে আন্দোলনে আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।