বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার (২৬ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের অন্যান্য নেতারা।
বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ২৩ অক্টোবর তারা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন এবং রাষ্ট্রপতিকে অপসারণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাধা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, বিএনপির সঙ্গে আলোচনা তিনটি মূল বিষয়ের ওপর কেন্দ্রিত ছিল: সেকেন্ড রিপাবলিক গঠন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে দ্রুত অপসারণের উপায় এবং জাতীয় ঐক্য ধরে রেখে সরকারের পরিচালনার ব্যবস্থা।
হাসনাত জানান, বিএনপি তাদের বক্তব্য শুনেছে এবং দলের ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত জানাবে। জামায়াত এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতিকে অপসারণে একমত হয়েছেন বলেও জানান তিনি।
আগামীতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।