জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তিনি দাবি করেন, জামায়াতের নিবন্ধন ও প্রতীক অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। দেশের শহিদ ও আহতদের পরিবারকে সহযোগিতা করা সকলের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
সমাবেশে জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডা. শফিকুর ফ্যাসিস্ট সরকারকে অভিযুক্ত করে বলেন, বাংলার জনগণ আর কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় বসতে দেবে না।
এদিন সকালে অনুষ্ঠিত রুকন সম্মেলনে ৪,৪৭০ সদস্যের উপস্থিতিতে নবনির্বাচিত নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।