নিজস্ব প্রতিবেদক:
একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বপর্যায়ে জেন্ডার বৈষম্য দূর করতে হবে। নারী বলে অবহেলা চলবে না।
রবিবার (২৭ অক্টোবর) আরডিআরএস বাস্তবায়নাধীন “শিশুদের প্রত্যাশা এবং সক্ষমতা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ বিকাশ” প্রকল্পের পরিচিত সভায় বক্তারা এসব কথা বলেন।
শহরের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন টিম লিডার শ্যামল বড়ুয়া।
প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।
প্রজেক্ট ম্যানেজার সৈয়দা নূরে নাবিলা তাবাসসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ।
জেন্ডার বৈষম্য দূর করতে পারিবারিক শিক্ষা ও ব্যাপক হারে সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রতি গুরুত্ব দেন বক্তারা।
মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে “শিশুদের প্রত্যাশা এবং সক্ষমতা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ বিকাশ” প্রকল্পের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ও গবেষণা সহযোগী মোঃ নাজমুল হুসাইন।
উল্লেখ্য, জেন্ডার বৈষম্য দূর করার লক্ষ্যে জেলার ৮টি সরকারি স্কুলে কাজ করছে আরডিআরএস।