পাটজাত পণ্য উৎপাদনকারীদের উচ্চ দাম জনসাধারণকে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বাধ্য করছে, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি রোববার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেন, পলিথিন শপিং ব্যাগ বন্ধে ১ নভেম্বর থেকে অভিযান শুরু হবে। এছাড়া, পলিথিন উৎপাদনের জন্য ছোট মেশিন আমদানি নিয়ন্ত্রণ করা হবে।

রিজওয়ানা আরও জানান, রক্ত, মায়ের দুধ এবং খাদ্য উপাদানে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। তাই মানুষকে পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে তুলতে হবে, যাতে তারা এটির ব্যবহার থেকে সরে আসতে পারে।