সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’। ২৫ অক্টোবরের গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় ভারতের মডেল র্যাচেল রুপ্তাকে। তবে বাংলাদেশের মডেল জেসিয়া ইসলাম টপ ২০-এ জায়গা করে নিতে পারলেও বিজয়ীদের তালিকায় ছিলেন না।
বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র ও গণ আন্দোলন আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচিত হয়, যার প্রভাব দেখা যায় জেসিয়ার উপস্থাপনায়ও। জেসিয়া প্রতিযোগিতার মঞ্চে তুলে ধরেন বাংলাদেশের এই আন্দোলন। ছাত্ররা যেভাবে পথে নেমে প্রতিবাদ করেছে, সেই বার্তা ফুটিয়ে তুলতে তিনি পোশাক হিসেবে বেছে নিয়েছেন সর্ষে রঙের শাড়ি, যেখানে কালো রঙে ছাপানো ছিল আন্দোলন সংশ্লিষ্ট হ্যাশট্যাগগুলো, যেমন: ‘#কোটা_আন্দোলন’, ‘#মুক্তি’, ‘#শান্তি’, ‘#freedom’, ‘#peace’, ‘#Victory’, ইত্যাদি। সোনালী পাড় আর কমলা আঁচল দিয়ে সাজানো সেই শাড়ির পিঠে একটি সোনালি সূর্য, যা দেশের নতুন সূচনার প্রতীক।
জেসিয়ার এই পোশাক এবং তার আন্দোলনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা উপস্থাপনা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা জিতে চীনে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন জেসিয়া।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।