অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে; অন্যথায় বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। তিনি রোববার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠনের সময় এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, দেশের সংকটকালে নৌবাহিনী ও বিমান বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে।
নির্বাচনী পর্ষদের সদস্যদের পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, সততা ও বিশ্বস্ততার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি জুলাই-আগস্ট মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের এবং মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।