টেকনাফ প্রতিনিধি;

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক যাওয়া ও রাত্রিযাপন বন্ধের সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বাস, হোটেল ও জাহাজ মালিকসহ বিভিন্ন পক্ষ কঠোর আন্দোলনের পরিকল্পনা করেছে। এ সিদ্ধান্তের ফলে দ্বীপে বসবাসকারী ১০ হাজার মানুষের জীবন-জীবিকা সংকটের মুখে পড়তে পারে।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, নভেম্বর মাসে সেন্টমার্টিনে পর্যটকরা রাত কাটাতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক ২০০০ পর্যটক আসতে পারলেও ফেব্রুয়ারিতে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।

এ বিষয়ে সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা কমিটি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলেন, এই পদক্ষেপে পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

এ আন্দোলনে অংশগ্রহণ করবে বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট সংগঠন। সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষা ও পর্যটনের উন্নয়ন নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।