সোয়েব সাঈদ, রামু;
কক্সবাজার কমিউনিটি আলায়েন্স, ঢাকার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ঢাকাস্থ কক্সবাজারের তারুণ্য আড্ডা” শীর্ষক সংলাপ। শনিবার, ২৬ অক্টোবর ঢাকা বনানী ক্লাবে আয়োজিত এ সংলাপ আয়োজনে ঢাকায় বসবাসরত কক্সবাজারের নানা পেশার মানুষ, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, আইনজীবী, তরুণ পেশাজীবী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে কক্সবাজারের সামনে থাকা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে আলোচনা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন তথ্যপ্রযুক্তিবিদ মোহিব্বুল মোক্তাদীর তানিম প্যানেল সংলাপ-১ এ রোহিঙ্গা সংকটের স্থানীয় প্রভাব, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ও সমাধান কল্প রোহিঙ্গা সংকটের কারণে কক্সবাজারের পরিবেশ, স্থানীয় জনগণের ভোগান্তি এবং নিরাপত্তা ইস্যু নিয়ে এই প্যানেলটি আলোচনা করে। আলোচনায় অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধি সুজা উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর যুবাইর আহসানুল হক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর মোর্শেদ তামিম। তারা রোহিঙ্গা প্রত্যাবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্যানেল সংলাপ-২ এ বৈশ্বিক পর্যটন সম্ভাবনা ও কক্সবাজারের স্থাপত্য বৈচিত্র্য স্থাপত্য এবং পর্যটনের মেলবন্ধন কক্সবাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্যানেলে স্থপতি আসিফ আহছানুল হক, শিল্প উদ্যোক্তা লিটন কুমার শর্মা ও সুজন শর্মা এবং শিক্ষার্থীরা কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত করার নানা উপায় নিয়ে আলোচনা করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাইমুন রশিদ ইলহাম এবং আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের নাজমুল হাসান এ আলোচনায় অংশ নেন।
প্যানেল সংলাপ-৩ এ কক্সবাজারের রাজনৈতিক পটভূমি ও জনপ্রত্যাশা কক্সবাজারের রাজনৈতিক প্রেক্ষাপট ও জনগণের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন লেখক ও চলচ্চিত্র নির্মাতা জাহিন ফারুক আমিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জৌতির্ময় বড়ুয়া এবং এআইইউবির শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মো: বোরহান উদ্দিন। প্যানেল সংলাপ-৪ এ প্রাণ, প্রকৃতি, প্রতিবেশ এবং কক্সবাজারের জনজীবন ও সাংস্কৃতিক পরিসর কক্সবাজারের জনজীবন ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন ইতিহাসবিদ আমিরুল রাজিব, কবি জয়নুল আবেদিন মুকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন এবং অনুবাদক ও উদ্যোক্তা আমম ফজলুর রশিদ।
প্যানেল সংলাপ-৫ এ কক্সবাজারে কর্মসংস্থান ও শিল্প অর্থনীতির প্রভাব কক্সবাজারে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে আলোচনা করেন শিল্প উদ্যোক্তা সৈয়দ সামিউল হক, কর্পোরেট ব্যক্তিত্ব মোহাম্মদ খোরশেদ আলম, শিল্প উদ্যোক্তা হেলাল উদ্দিন আহমেদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবতাহি আবরার। তারা কক্সবাজারের পণ্য সমৃদ্ধি ও শিল্প উন্নয়নের ওপর জোর দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান, সাবেক সচিব আ ম ম নাসির উদ্দিন, সাবেক সচিব মোমিনুর রশিদ আমিন কাজল, গ্রামীণ ব্যাংকের সাবেক জিএম জান্নাত কাওনাইন, সাবেক সচিব মাফরুহা সুলতানা, মনোবিশেষজ্ঞ জাকিয়া আনাম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক আব্দুর রাজ্জাক। তারা কক্সবাজারের উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে সম্ভাব্য ভূমিকা নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কক্সবাজারের সমস্যা ও সম্ভাবনা নিয়ে পরবর্তীতে আরও বৃহৎ পরিসরে সেমিনার এবং সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।