নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি
রাঙামাটিতে ভেজাল পণ্যর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ নিয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে জেলা প্রশাসক বলেন, সচেতন না হওয়া পর্যন্ত আমরা ভোক্তা অধিকার সম্পর্কে জানতে পারবো না। এইজন্য জানার আগ্রহ থাকতে হবে, জানার চেষ্টা করতে হবে। কারণ দিনশেষে আমরা সকলে ভোক্তা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, ভোক্তা অধিকার সংরক্ষণ রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ, জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।