সিবিএন ডেস্ক:
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য সার্চ কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সার্চ কমিটির প্রধান হিসেবে মনোনীত করা হচ্ছে, এবং সদস্য হিসেবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কর্তৃক মনোনীত এই দুজন বিচারপতির নাম সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “হয়তো প্রধান উপদেষ্টা প্রজ্ঞাপনে স্বাক্ষরও করেছেন। আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে।”
সার্চ কমিটি গঠিত হলে নির্বাচন কমিশন গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। পরে ভোটার তালিকা সংশোধন করা হবে এবং তিনি ভুয়া নির্বাচন নয়; বরং অসাধারণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।