গত জুলাই-অগাস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য আজীবন বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী, আহত শিক্ষার্থীরা ছাত্রজীবনের সকল স্তরে বিনা ফিতে পড়ালেখা করতে পারবেন।
আজ (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে ফি মওকুফের জন্য প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি উল্লেখ করা হয়েছে।
সরকার জানায়, জুলাই-অগাস্ট ২০২৪ এর আন্দোলনে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষার্থীর জন্য এই সুবিধা প্রযোজ্য। আহত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ আবেদন করতে পারবেন।
এছাড়া, প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে আবেদনগুলো যাচাই করে শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের ব্যবস্থা নিতে হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।