বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে লং ডিস্ট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুল্যান্স খোঁজার কাজ চলছে।

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার বিদেশে চিকিৎসার অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, যেখানে খালেদা জিয়ার সঙ্গে যাওয়ার চিকিৎসক, নার্স ও আত্মীয়দের নামও উল্লেখ করা হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, প্রথমে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে, এরপর সেখানে থেকে একটি মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হবে।

তিনি বলেন, “ম্যাডামের শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে আমরা দ্রুততার সঙ্গে বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছি।”

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি গুলশানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। জানা গেছে, তার লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন রয়েছে, যা দেশে মাত্র কিছু সেন্টারে সম্ভব।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। এর আগে তিনি ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসকরা জানান, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকবে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে।