প্রেস বিজ্ঞপ্তি;

ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টি উপমহাদেশে ইসলামী রাজনীতির পথিকৃৎ। ইসলাম, দেশ ও জাতির অতন্দ্র প্রহরী হিসেবে এ সংগঠনের সংগ্রামী ঐতিহ্য ও সোনালী অতীত অবিস্মরণীয়। কালের পরিক্রমায় নানা চড়াই-উৎরাই পেরিয়ে আকাবিরে দেওবন্দের হাতে গড়া প্রাচীনতম এ দল এখনো ধারাবাহিকভাবে যুগান্তকারী ভূমিকা পালন করে চলেছে। এ কর্মতৎপরতায় একনিষ্ঠভাবে শামিল থাকার মাধ্যমে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন ও নবভী আদর্শের প্রকৃত সৈনিক গড়ার মিশনকে ত্বরান্বিত করতে হবে।
রামু উপজেলা ঘোষিত ইউনিয়ন পর্যায়ে সফরসূচির অংশ হিসেবে জোয়ারিয়ানালা ইউনিয়ন শাখার এক মতবিনিময় সভায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এ কথা বলেন।

২৯ অক্টোবর (মঙ্গলবার) বাদ মাগরিব অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার পৌর আমীর মাওলানা খালেদ সাইফী। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

ইউনিয়ন শাখার নায়েবে আমীর মাওলানা কারী সিরাজুল হকের সভাপতিত্বে এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নুরুল আজিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী আমান উল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ হাফিজুর রহমান, দফতর সম্পাদক মাওলানা নুরুল হুদা, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এবাদুল হক, যুব বিষয়ক সম্পাদক হাফেজ যাকারিয়া, সদস্য মাওলানা অলিউল্লাহ প্রমুখ।