সিবিএন ডেস্ক
ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কার্যালয়ের নিচ তলায় অবস্থিত ঢাকা মহানগর শাখার অফিস ও চেয়ারম্যান-মহাসচিবের রুম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, ছাত্র-জনতা অভ্যুত্থানের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ একাধিক ফেসবুক পোস্টে অভিযোগ করেন যে, জাতীয় পার্টির কর্মীরা তাদের সমর্থকদের ওপর আক্রমণ চালিয়েছে। তিনি প্রতিশোধের ঘোষণা দিয়ে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান।
জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম জানিয়েছেন, রামনা থানার কাছে সাহায্য চেয়েও তারা সাড়া পাননি। পরবর্তীতে সেনা সদস্যদের মৌখিকভাবে জানালে রাত সাড়ে ৮টার দিকে তাদের একটি দল ও পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।