সিবিএন ডেস্ক
গত ৯ আগস্ট থেকে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে নাশকতা সৃষ্টির অভিযোগে সেনাবাহিনীর নেতৃত্বাধীন ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি টাস্কফোর্স ৩৩৫ জনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এছাড়া, ফ্যাক্টরি মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে ৭২৩টি সফল আলোচনার মাধ্যমে ৫৬টি কারখানায় ভাঙচুর বা অগ্নিসংযোগ প্রতিরোধ করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, গত ৯ আগস্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি টাস্কফোর্স সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ১৩৬টি অভিযান পরিচালনা করেছে, যেখানে মালিক, শ্রমিক ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যদের বিক্ষুব্ধ দুষ্কৃতকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর জানায়, টাস্কফোর্স বিভিন্ন কলকারখানায় বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থাসহ মালিক-শ্রমিক আলোচনার উদ্যোগ গ্রহণ করে। শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচারণাও চালানো হয়েছে।
গত ২০ অক্টোবর লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.) এবং লুৎফে সিদ্দিকী ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি টাস্কফোর্সের কার্যক্রম পরিদর্শন করে শিল্পাঞ্চলে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সেনাবাহিনীর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।