এইচ এম রুহুল কাদের,চকরিয়া:

রাত পোহালেই ১ নভেম্বর(শুক্রবার) কোরক বিদ্যাপীঠের মাঠে প্রায় আঠারো বছর পর চকরিয়া জামায়াতে ইসলামীর বিশাল শোডাউনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে । চকরিয়া কোরক বিদ্যাপীঠের মাঠে সকাল সাড়ে ৮টায় বিশাল কর্মী সম্মেলনের জন্য ইতিমধ্যে চকরিয়া উপজেলা-পৌরসভা,মাতামুহুরি সাংগঠনিক উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে মিছিল সহকারে সম্মেলনে যোগদান করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান জামায়াতের নেতৃবৃন্দ।

সম্মেলনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানাতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় সম্মেলনে স্থলে সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলামী । এতে উপস্থিত ছিলেন,চকরিয়া-পেকুয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার জেলা যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক হেদায়েত উল্লাহ। চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, পৌরসভা আমীর আরিফুল কবির। উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী,উপজেলা সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম, পৌরসভার নায়েবে আমীর ফখরুল ইসলাম,ছাত্রশিবিরে জেলা সেক্রেটারী আবু তালহাসহ বৃহত্তর চকরিয়া জামায়াতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পরে প্রকাশ্যে কর্মী সম্মেলনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ দেখা দিয়েছে। বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে স্বাগতম মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, প্রচারণাপত্র বিতরণ করতে দেখা যায়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর ধরে আমরা নির্যাতিত নিপিড়ীত। ২৪

এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বিপ্লবের পর এদেশের স্বৈরাচার থেকে মানুষ মুক্তি পেয়েছে।