সিবিএন ডেস্ক
পণ্য ও সেবার দামের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ সঠিক পথে রয়েছে বলে মত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বর্তমান পরিস্থিতিতে টাকার প্রবাহ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনশীল মুদ্রানীতি গ্রহণ ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১ নভেম্বর) টোকিওতে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থার রিজিওনাল ইকোনমিক আউটলুক প্রতিবেদন প্রকাশ করে আইএমএফ। এতে জানানো হয়, মন্দা থেকে ঘুরে দাঁড়াচ্ছে এশিয়া, এবং চড়া মূল্যস্ফীতি থেকে বেরিয়ে আসছে এই অঞ্চল। ফলে অনেক দেশে সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে, তবে রপ্তানি নিয়ে কিছু উদ্বেগ রয়েছে।
আইএমএফের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন জানান, এশিয়ার অর্থনীতির ওপর বেশ কয়েকটি সংকট আঘাত করেছে, যার ফলে অনেক দেশকেই ঋণ নিতে হয়েছে। বৈশ্বিক ঋণের প্রায় ২৮ থেকে ৩৫ শতাংশই এশিয়ার।
বাংলাদেশ প্রসঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সহকারী পরিচালক থমাস হেলব্লিং বলেন, “বাংলাদেশের রাজনীতি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্য সরবরাহে জটিলতা তৈরি হয়েছে। পণ্য ও সেবার দাম বেশ কিছু সময় ধরে বেশি রয়েছে, তাই সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখা জরুরি।”
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৪.৬ শতাংশ, যা আগামী বছর কমে ৪.৪ শতাংশে নামতে পারে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।